ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার চুক্তির সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৯:২৩  
আপডেট :
 ২২ নভেম্বর ২০১৭, ২০:৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার চুক্তির সিদ্ধান্ত

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকালে দেশটির রাজধানী নেপিডোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দফতরের মন্ত্রী খিও তিন্ত সোয়ের বৈঠকে শেষে এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়ার পর চুক্তি স্বাক্ষরের এ সিদ্ধান্ত হলো। ওই দিন সু চি নেপিডোতে সাংবাদিকদের বলেন, সীমান্ত পার হয়ে যেসব শরণার্থী ওপারে গেছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার চেষ্টা চলছে। তবে সহিংসতাকবলিত রাখাইনে রাতারাতি শান্তি ও স্থিতিশীলতা ফেরানোটা সহজ নয় বলে মনে করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে বাংলাদেশ সময়সীমাভিত্তিক একটি চুক্তি চায়। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের ওই প্রক্রিয়ায় জাতিসংঘের উপস্থিতিও চায় বাংলাদেশ।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত