ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

চাকরিচ্যুত রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:০৪

চাকরিচ্যুত রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাকরিচ্যুত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ইমারত পরিদর্শক মো. আবু সাঈদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলায় তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার বলা হয়, আবু সাঈদ গত ২০ জুলাই কমিশনে দাখিল করা এক সম্পদ বিবরণীতে তার মাত্র ১২ লাখ ৯৪ হাজার ৬০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আছে বলে জানান।

এরপর অনুসন্ধানে তার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত মূল্য ৬০ লাখ ৯৪ হাজার ৯১৮ টাকা পাওয়া যায়, যার মধ্যে ৪৭ লাখ ৩৮ হাজার ৩৬৯ টাকা অবৈধভাবে অর্জন করেছেন; আর ২৯ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সম্পদ বিবরণীতে রাজধানীর উত্তরায় তিন কাঠা জমি, একটি মাইক্রোবাস ও ইস্টার্ন ব্যাংকে নগদ পাঁচ লাখ টাকাসহ অন্যান্য সম্পত্তির কথা জানিয়ে তার প্রকৃত মূল্য কম দেখিয়েছেন তিনি।

আসামির বিরুদ্ধে দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

অন্যদিকে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা আলী আকবর জানান, দুদকের অনুসন্ধানে আসামির স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়ায় এ বিষয়টি আলাদা করে অনুসন্ধানের জন্য কমিশন থেকে অনুমতি চাওয়া হয়েছে।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত