ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে কারাভোগের পর বাংলাদেশে ১৫ কিশোর

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫

ভারতে কারাভোগের পর বাংলাদেশে ১৫ কিশোর

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ফেরত এসেছে ১৫ বাংলাদেশি কিশোর। বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের হিলি সীমান্তপথে নিজ দেশে ফেরত এসেছে এই ১৫ কিশোর। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেট এলাকা দিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি আফতাব হোসেনের কাছে এই ১৫ কিশোরকে ফেরত দেন ভারতের অভিবাসন পুলিশের ওসি বিকাশ রঞ্জন মণ্ডল। এসময় সেখানে ভারতের হিলি বিএসএফের পোস্ট কমান্ডার অজিত কুমার দে, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি গোবিন্দগঞ্জের সলিসিটর শরিফা সুলতানাসহ উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসা কিশোররা হলো– দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জীবন রায় (১৬), মুন্না মিয়া (১৭), প্রদীপ রায় (১৬), সুমন রায় (১৬), বোচাগঞ্জ থানার কাইলাশ (১৫), সবুজ আলী (১৭), সনজিৎ রায় (১৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কমল চন্দ্র (১৭), একই এলাকার কমল জালী (১৫), কৃষ্ণ চন্দ্র রায় (১৬), রতন চন্দ্র রায় (১৭), সুজন রায় (১৭), উপল চন্দ্র (১৭), কেশব চন্দ্র রায় (১৭), হরিপুর থানার লিটন ১৭)। এরা সবাই ভারতের উত্তর দিনাজপুরের জেসিএল নামের শিশু শোধনাগারে ১৪-২৬ মাস আটক ছিল।

ভারতের উত্তর দিনাজপুরের জেসিএল নামের শোভায়োন হোমের সদস্য মধুসূদন সরকার জানান, এই কিশোরগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যায়। কেউ কাজের সন্ধানে, কেউবা ঘুরতে গিয়েছিল। পরে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী ও পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে হোমে পাঠায়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আফতাব হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব কিশোরকে দেশে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

এসএম/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত