ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সব কথা বলা যায় না: পুলিশ কর্তা

সব কথা বলা যায় না: পুলিশ কর্তা

জঙ্গি সংক্রান্ত ঘটনায় আটকদের নিয়ে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, দেশের শত শত যুবক জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, এদের কাউকে কাউকে ধরার পর তথ্য জানতে অনেক ক্ষেত্রে কৌশল নিতে হয় তাদের।

বৃহস্পতিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জঙ্গিবাদবিরোধী এক সভায় এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের অল্পই প্রকাশ্যে আসে। এর বাইরে অনেক ঘটনা ঘটে। যখন পুলিশ অপারেশন করে, যখন দুইজন অ্যারেস্ট হয়, মারা যায়, দুইটা গুলি-বোমা উদ্ধার হয়, তখন জিনিসটা ভিজিবল হয়।

শিক্ষানবিশ চিকিৎসকদের উদ্দেশে এ পুলিশ কর্মকর্তা বলেন, আপনাদের মধ্য থেকেও তো কিছুদিন আগে একজনকে নিয়ে গিয়েছিলাম। উত্তম দা (হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া) সাক্ষী। এক বছর আগে আপনারা মানববন্ধন করেছেন। রাস্তা অবরোধ করেছেন। আমরা নিয়ে গিয়েছি, আমরা তো বলতে পারি না সব সময়। কারণ তার কাছ থেকে তো কিছু বের করতে হবে। সব কথা বলা যায় না।

বিপ্লব কুমার বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমন করতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত