ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

টিসিবির ডিলার নিয়োগ মন্ত্রী-এমপিদের সুপারিশে

টিসিবির ডিলার নিয়োগ মন্ত্রী-এমপিদের সুপারিশে

বাজার সহনীয় রাখতে সরকারি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে ডিলারের মাধ্যমে তা বিক্রি করা হয়। আর এই ডিলার যত নিয়োগ হয়েছে, তার অর্ধেকই মন্ত্রী কিংবা এমপিদের সুপারিশে হয়েছে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির দুই হাজার ৮৬১ জন ডিলারের মধ্যে এক হাজার ৩৪৫ জন নিয়োগ পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের সুপারিশে।

এর মধ্যে ৬৯১ জন ডিলারকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের সুপারিশের ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হয়। সুপারিশ পাওয়া বাকি ৬৫৪ জন ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাইয়ের পর নিয়োগ দেয়া হয়। বাকি এক হাজার ৪৭১ জনকে ডিলারশিপ দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা তথ্য যাচাই করেছেন।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত