ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ভুয়া পরীক্ষার্থীকে পালাতে সহায়তা, মাদ্রাসা সহকারীর জেল

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৮  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১

ভুয়া পরীক্ষার্থীকে পালাতে সহায়তা, মাদ্রাসা সহকারীর জেল

নওগাঁর আত্রাইয়ে তিন ভুয়া পরীক্ষার্থীকে পালাতে সহযোগিতার অপরাধে মাদ্রাসার অফিস সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রমমাণ আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এই আদেশ দেন।

জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় চাপড়া দাখিল মাদ্রাসার তিন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছিলো। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে আত্রাই থানা পুলিশ তদন্তের জন্য কেন্দ্রে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রে দায়িত্বরত চকশিমলা দাখিল মাদ্রাসার নিম্নমান সহকারী সিরাজুল ইসলাম ভুয়া পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে পালিয়ে যেতে সহায়তা করেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান দ্রুত ওই কেন্দ্রে যান এবং তাৎক্ষনিক ভ্রমমাণ আদালত পরিচালনা করে ভুয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অপরাধে অফিস সহকারী সিরাজুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

কেন্দ্র সচিব মাওলানা জারজিজার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই পরীক্ষার্থীদের খাতা আমাদের কাছে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের খাতা বাতিল করা হবে।

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত