ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাজধানীতে চলবে ডিএমপির ৩৬০ ডিগ্রি সার্ভিলেন্স কার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪১

রাজধানীতে চলবে ডিএমপির ৩৬০ ডিগ্রি সার্ভিলেন্স কার

জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর রাস্তায় চলবে পুলিশের সার্ভিলেন্স টহল কার। এ কার রাজধানীর বারিধারা ও কূটনৈতিক এলাকায় পেট্রোলিং করবে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি মোহাম্মদ গোফরান। এই দুটি অত্যাধুনিক গাড়ি সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে দেয়া হয়।

নতুন এ গাড়ি দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, অত্যাধুনিক সিসি ক্যামেরা। যা দিয়ে সার্বক্ষণিক ৩৬০ ডিগ্রিতে চারপাশ পর্যবেক্ষণ করা যাবে।

ডিএমপি কমিশনার বলেন, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করে নাগরিকদের মনের সব সংশয় ও ভয়ভীতি দূর করা আমাদের লক্ষ্য।

এ সময় ডিএমপি ও সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত