ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে বাস উল্টে নিহত ৪

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৮  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৩

ময়মনসিংহে বাস উল্টে নিহত ৪

ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের ঘাগরাপাড়া গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫) ও জামালপুর জেলার হাসিনা খতুন (৭৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইশ্বরগঞ্জ উপজেলার চর হোসেন পুর ভূঁইয়া ফিলিংস্টেশনের কাছে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একযাত্রী ও হাসপাতালে নেয়ার পথে সাইকেল আরোহীসহ দুইযাত্রী মারা যান। এ ঘটনায় বাসের আরো ৩৫ যাত্রী আহত হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে ইশ্বরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেডএইচ/

আরও পড়ুন :

নাটোরে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বরযাত্রীর গাড়িতে ডাকাতি, পালানো সময় নিহত ১

  • সর্বশেষ
  • পঠিত