ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

পুলিশের নির্যাতনের শিকার সাংবাদিক কিরণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৯

পুলিশের নির্যাতনের শিকার সাংবাদিক কিরণ

দায়িত্ব পালনকালে সাংবাদিক পরিচয় দেয়ায় ক্ষুব্ধ হয়ে কিরণ সেখের উপর নির্যাতন চালিয়েছেন পল্টন থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। কিরণ সেখ বাংলাদেশ জার্নালে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

আহত সাংবাদিক জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে নয়া পল্টন কার্যালয়ের সামনে আসা মাতই বেশ কয়েকজন পুলিশ সদস্য চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। এসময় পরিচয় জানতে চাইলে অফিসের আইডি কার্ড প্রদর্শন করেন তিনি। এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন অভিযুক্ত পুলিশ। শার্ট টেনে মাটি থেকে তুলে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।

তিনি আরো জানান, কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে আবারো গালে থাপ্পড় মেরে বলে হয়, ‘একদম চুপ কোনো কথা বলবি না।’

এই ঘটনার পর নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত কয়েকজন গণমাধ্যমকর্মী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তারা ‘সরি’ বলেন।

কেএস/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত