ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের একমাত্র সিটি স্ক্যান মেশিনটি নষ্ট। এতে ব্রেইন স্ট্রোকের মতো স্পর্শকাতর রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে পরীক্ষা করাতে হচ্ছে বাইরের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে।

হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে শেরপুর সদরের দিন মজুর কবির হোসেনের স্ত্রী রোকেয়া বেগমকে (২৫) ভর্তি করানো হয়। রোকেয়ার স্বামী কবির হোসেনের অভিযোগ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকায় ওই বিভাগের চিকিৎসকের পরামর্শে বাইরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে তার স্ত্রীর সিটি স্ক্যান পরীক্ষা করিয়েছেন। হাসপাতালে সিটি স্ক্যান পরীক্ষার ফি ২ হাজার টাকা হলেও সেটি বাইরে করাতে তার খরচ হয়েছে সাড়ে ৩ হাজার টাকা।

হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের টেকনোলজিস্ট ইনচার্জ গনেশ চন্দ্র বলেন, ‘প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি সিটি স্ক্যান পরীক্ষা হয়ে থাকে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে মেশিনটির যান্ত্রিক ত্রুটির কারণে রোগীরা এসে পরীক্ষা করাতে না পেরে ফিরে যাচ্ছেন।’

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার বলেন, ‘২০০৬ সালে জার্মানির সিমেন্স কোম্পানির সিটি স্ক্যান মেশিনটি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে স্থাপন করা হয়। ২০০৯ সালে মেশিনটির টিউব অকেজো হওয়ায় ৫৮ লাখ টাকা ব্যয়ে মেরামত করানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি মেশিনটি নষ্ট হওয়ায় পরের দিন ১৯ ফেব্রুয়ারি সিমেন্স কোম্পানির ইঞ্জিনিয়ার জুনায়েদের নেতৃত্বে একটি টিম আসে এবং তারা মেশিনটির টিউব ও কার্বন ব্রাশ অকেজো হওয়ার কথা রিপোর্টে জানায়। মেশিনটি মেরামতে প্রায় ৭২ লাখ টাকার একটি চাহিদাপত্র দিয়েছে সিমেন্স কোম্পানির প্রতিনিধি দল। ২০ ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত