ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

৩ টাকার কয়েলে ৫ লাখের ক্ষয়ক্ষতি

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২

৩ টাকার কয়েলে ৫ লাখের ক্ষয়ক্ষতি

তিন টাকার মশার কয়েলের আগুনে পুড়ে ৫ লাখ টাকার গবাদি পশু মরে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার একঝালা গ্রামে।

শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। একঝালা গ্রামের মুদি ব্যবসায়ী আতাউর রহমান (৪০) জানান, প্রতিদিনের ন্যায় তার গোয়াল ঘরের মধ্যে মশা তাড়ানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রাখে। গভীর রাতে আকস্মিক গোয়াল ঘরে আগুন লেগে যায়। বাড়ির ও আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালে ৩টি গরু, কয়েকটি ছাগল, হাঁস, মুরগি আগুনে পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে তিনি জানান।

এ ঘটনার পর এলাকার শত শত মানুষ আতাউরের বাড়িতে এসে ঘটনা দেখতে ভীড় জমায়। গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য মশার কয়েল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন অনেকে।

নিজামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আগুনে পুড়ে গবাদি পশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডআই/

  • সর্বশেষ
  • পঠিত