ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

নৌকায় ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৯:১৬

নৌকায় ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান

বান্দরবানে আওয়ামী লীগের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের জন্য নৌকায় ভোট চাইলেন সূয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা। তিনি (উক্যনু মারমা) বিএনপির বান্দরবান সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।

মঙ্গলবার সকালে ১১টায় বান্দরবানের সদর উপজেলার সূয়ালক ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি খাদ্য শস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপকারভোগী ৪৪৩ জন নারী-পুরুষকে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হাত তুলে প্রতিজ্ঞাও করালেন ধানের শীষ প্রতীকে বিজয়ী এ জনপ্রতিনিধি।

অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশে উক্যনু মারমা আরো বলেন, আপনারা বীর বাহাদুরের জন্য দোয়া করবেন। তিনি যেন আগামীবারও নির্বাচিত হতে পারেন। আগামী সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে বলুন উনাকে (বীর বাহাদুর) ভোট দেবেন।

চেয়ারম্যানের এমন কাণ্ডে বিএনপির ভোট ব্যাংক হিসাবে পরিচিত সূয়ালক ইউনিয়ন বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনুষ্ঠানের শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সাংবাদিকদের প্রশ্ন করেন, বিএনপির জনপ্রতিনিধিও আপনার জন্য ভোট চাইছেন? প্রতিক্রিয়া তিনি বলেন, ভোট চেয়েছেন আমাকে খুশি করার জন্য। এগুলো লোক-দেখানো, রাতের বেলায় ঠিকই উল্টে যাবেন। ভোটাররাও বলবে চেয়ারম্যান বলেছিল বলে হাত তুলেছিলাম। আমি উন্নয়নে বিশ্বাসী। আমার কাজকর্মে ভোটাররা আমায় মূল্যায়ন করবে।

প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, ধানের শীষে প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি নৌকার জন্য ভোট চাইতে পারেন না। এটি সংগঠন পরিপন্থী। ঘটনাটি সত্য হলে সাংগঠনিকভাবেই দল ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সরকারের ভিজিডি খাদ্য শস্য বিতরণ কর্মসূচির আওতায় উপকারভোগী ৪৪৩ জন নারী-পুরুষকে ৩০ জন কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত