ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘এমবিবিএস পরীক্ষার ফল জানার আগেই চলে গেল পিয়াস’

‘এমবিবিএস পরীক্ষার ফল জানার আগেই চলে গেল পিয়াস’

ঘুরতে পছন্দ করতেন পিয়াস রায়। তাই পরীক্ষা শেষ করেই নেপাল চলে যান। কিন্তু তার এই যাত্রাই হয়ে গেল শেষ যাত্রা। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি।

বৃহস্পতিবার পিয়াস রায়ের লাশ নিতে এসে অপেক্ষা করছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সহপাঠী শারমিন রহমান।

তিনি বলেন, পিয়াস এমবিবিএস ফাইনাল পরীক্ষায় দিয়েছে। সে ভালো করেছে পরীক্ষায়। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের আগেই সে চলে গেছে। ফল দেখে যেতে পারেনি।

শারমিন জানান, আমরা পরীক্ষা দিয়ে যার যার বাড়ি চলে গেছি। জানতাম পিয়াস নেপাল যাবে। কিন্তু এই ফ্লাইটে যাবে জানতাম না। সে অনেক মেধাবী ছাত্র ছিল। সে মেডিসিন নিয়ে পড়তে চেয়েছিল। আর হলো না।

আরেক সহপাঠী জাফর বলেন, পিয়াস অনেক এমবিশিয়াস ছেলে ছিল। ভালো ছাত্র ছিল। ঘুরতে পছন্দ করতো। পরীক্ষা শেষ করেই নেপাল গেছে। আমি জানতাম না। পরদিন ফেসবুকে চেক ইন দেখলাম, সে নেপাল যাচ্ছে।

পিয়াসের বাবা সুখেন্দু বিকাশ রায় বলেন, এখান থেকে লাশ নিয়ে আগে যাবো গোপালগঞ্জ শেখ সায়েরা মেডিকেল কলেজে। পিয়াসের বন্ধুরা অনুরোধ করেছে, সেখানে নিয়ে যেতে। সেখান থেকে বরিশাল নিয়ে যাবো।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত