ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

কোনো প্রাণী উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে প্রথম ফোন

কোনো প্রাণী উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে প্রথম ফোন

একটি কুকুর ছানার প্রাণ বাঁচাতে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুকুর ছানাটিকে উদ্ধার করে ছেড়ে দেয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

গতকাল মঙ্গলবার ৩ মার্চ রাত ৮টার দিকে রাজশাহী নগরীর মিঞাপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতরের রিজার্ভ ট্যাংক থেকে কুকুর ছানাটিকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, স্থানীয়রা কুকুরটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন। কিন্তু তারা না পেরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। এরপর রাত ৮টার কিছু আগে তারা পুলিশ সদর দফতরের আইসিটি ডেস্ক থেকে ফোন পান।

তিনি জানান, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার জন্য তারা ৯৯৯ নম্বরের মাধ্যমে অহরহ ফোন পান। তবে কোনো প্রাণী উদ্ধারের জন্য এটিই প্রথম।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত