ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

এক খেজুর গাছে ৯ মাথা!

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ০৪:৫৩

এক খেজুর গাছে ৯ মাথা!

বাংলাদেশে বেশ পরিচিত একটি গাছ হলো খেজুর গাছ। সাধারণত খেজুর গাছর মাথা একটাই থাকে। কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দেখা গেলো অন্য কিন্তু খেজুর গাছ। যার কিনা মাথা ৯টি। তার প্রত্যেকটি মাথায় আবার আলাদা পাতা গজিয়েছে। খেজুর গাছটি পৌরসভার বাকুলিয়া গ্রামের পশ্চিমপাড়া নান্দারবিল মাঠে অবস্থিত। আর গাছটির মালিক বাকুলিয়া গ্রামের মৃত আব্দার বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস। বিষয়টি নজরে আশার পর স্থানীরা গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন।

বাকুলিয়া গ্রামের খলিল বিশ্বাস জানান, এই খেজুর গাছটির আনুমানিক বয়স প্রায় ১৬-১৮ বছর। বেশ কয়েক বছর ধরে গাছটি থেকে রস সংগ্রহ করা হয়। এরপর দীর্ঘ কয়েক বছর বিরতি ছিল। হঠাৎ লক্ষ্য করা যায় গাছটির মাথায় ঝোপজঙ্গলে ভরে গেছে। এরপর গাছটি পরিষ্কার করে দেখা যায় খেজুর গাছের মাথায় আলাদা আলাদা ৯টি মাথা। দেখতেও খুব সুন্দর লাগছে।

তিনি বলেন, বিষয়টি জানার পর স্থানীয় অনেক মানুষ সেটি দেখতে আসছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম জানান, এটি একটি বংশগত জেনিটিক সমস্যা। হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।

  • সর্বশেষ
  • পঠিত