ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

যৌতুক না দেয়ায় স্ত্রীকে গণধর্ষণে সহযোগিতা করলো স্বামী!

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১১:১৮

যৌতুক না দেয়ায় স্ত্রীকে গণধর্ষণে সহযোগিতা করলো স্বামী!

রাজশাহীতে এক গৃহবধূকে গণধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক না দেয়ার কারণেই তার ওপর এমন পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে দাবি নির্যাতিতার। মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে অপর আসামিরা। তবে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্বজনরা জানান, গত বছর জুনে বিয়ের পর থেকেই স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে রাজশাহীর বাগমারার সোহেল রানা রিপন। স্বজনদের অভিযোগ, যৌতুক দিতে রাজি না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো।

সবশেষ গত ১৭ই এপ্রিল, চিকিৎসকের কাছে নেয়ার কথা বলে তাকে বাড়ির বাইরে নিয়ে যায় রিপন। পথিমধ্যে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে মুকুল ও জুয়েল। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের সময় বখাটেদের সহযোগিতা করার পর তাকে বাড়িতে নিয়ে আটকে রাখে স্বামী রিপন।

ভুক্তভোগী নারী বলেন, টাকা দেখলে সে (রিপন) লোভ সামলাতে পারে না। তার দ্বারা সবই সম্ভব।

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, এ ঘটনায় বুধবার বাগমারা থানায় স্বামী রিপনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিতা।

বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মুকুল ও জুয়েল।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত