ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

নড়াইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ আটক ৫৮

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৯:৫৫

নড়াইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ আটক ৫৮

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের বাড়িতে বৈঠকের সময় বিএনপির দুই কেন্দ্রীয় নেতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের ৫৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদেরকে আটক করে। নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মেহেদী হাসান মাসুম জানান, আটককৃতদের মধ্যে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা যথাক্রমে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদ রয়েছে। এছাড়া যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সাজিদুর রহমান, কালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ তৈয়েবুর রহমান, কালিয়ার সাবেক শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আখিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত