ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

দুই জেলায় বজ্রপাতে নিহত ৫

  হবিগঞ্জ ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ২০:১০  
আপডেট :
 ২২ এপ্রিল ২০১৮, ২১:৫৪

দুই জেলায় বজ্রপাতে নিহত ৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো একজন। রোববার বিকেলে উপজেলার সুজনপুর হাওরে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক।

হবিগঞ্জে নিহতরা হলো- সুজনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও বাইনিয়াচংয়ের ইয়ালা আলগা বাড়ির মইন উদ্দিন (১২)।

লাখাই থানার ওসি বজলার রহমান জানান, সকাল থেকেই সুজনপুর হাওরে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাতের সময রফুল মিয়া, আপন মিয়াসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রফুল ও আপনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রাশিদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭) নামের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে মো. আবদুর রাশিদ নেত্রকোনা জেলার বারহাট্টার আবদুল মজিদের ছেলে এবং তৌহিদ মিয়া বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের ছামেদ মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইজচর কাটাবন হাওরে ধান কাটার সময় বিকাল ৪টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মো. আবদুর রাশিদের মৃত্যু হয়। অন্যদিকে বিকাল সাড়ে ৪টার দিকে বাহেরবালি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তৌহিদ মিয়ার মৃত্যু হয়।

বিএএফ/এসএস

  • সর্বশেষ
  • পঠিত