ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

কালবৈশাখীর তাণ্ডবে সড়কে দুর্ভোগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ২৩:৪৩

কালবৈশাখীর তাণ্ডবে সড়কে দুর্ভোগ

দিন শেষে ঘরে ফেরার পথে কালবৈশাখীর তাণ্ডবে দুর্ভোগে পড়েছে রাজধানীর কয়েকটি এলাকার মানুষ। রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘণ্টায় ৮৩ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে আঘাত হানে কালবৈশাখী।

ঝড়ে রাজধানীল বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে রাস্তায় পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, “বেশ কিছু গাছ পড়েছে। কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি করপোরেশনের সবগুলো অঞ্চলের ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ বের হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজে নেমেছেন। যে খবর পাচ্ছি তাতে এগুলো পরিষ্কার করতে গভীর রাত হয়ে যাবে।”

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মফিজ উদ্দিন বলেন, “অনেকক্ষণ ঝড় বৃষ্টি হওয়ায় চলাচল বন্ধ ছিল। ঝড় থামার পর সবাই একসঙ্গে বের হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় গাড় পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। এ কারণে সড়কে প্রেসার আছে। তবে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, তেজগাঁও লাভ রোডে, ধানমণ্ডিতে আবাহনী মাঠের কাছে এবং মহাখালীতে গাছ বা গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ার খবর পেয়েছেন তারা।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত