ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

চিকিৎসার 'ভয়ে' চারতলা থেকে লাফ, নারীর মৃত্যু

চিকিৎসার 'ভয়ে' চারতলা থেকে লাফ, নারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকার চারতলার একটি ফ্ল্যাট থেকে পড়ে হাছিনা নকিব (৫৬) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই নারীর স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার নাম হারুন নকিব।

মানসিক ভারসাম্যহীন ওই নারী চিকিৎসার ভয়ে বাসার জানালা থেকে লাফ দিয়েছেন বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুফদি আহমেদ জানান, হারুন তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ২০ নম্বর ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাটে বাস করেন। নিহত হাছিনা নকিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগেও তার চিকিৎসা করানো হয়েছে। আবার হাসপাতালে নেয়ার কথা শুনে রান্নাঘরের কাটা গ্রিলের ভেতর দিয়ে তিনি পালাতে চেয়েছিলেন। পুরো ঘটনাটি আদাবর পুলিশকে জানানো হয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ফ্ল্যাট পড়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত