ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে: সেতুমন্ত্রীর শ্রদ্ধা

কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে: সেতুমন্ত্রীর শ্রদ্ধা

ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে কবির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি বলেন, বেলাল চৌধুরী ছিলেন আমাদের বটবৃক্ষ। বাংলার মাটি-মানুষ ও আকাশ নিয়ে লিখতেন তিনি। কলকাতায়ও তার জনপ্রিয়তা ছিল। তার তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কবি বেলাল চৌধুরীর মরদেহ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। কবি বেলাল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। পাশাপাশি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আত্মীয়-স্বজন ও কবির বন্ধুরাসহ কবিতাপ্রেমী মানুষজন উপস্থিত রয়েছেন।

কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আরও খবর

না ফেরার দেশে কবি বেলাল চৌধুরী

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত