ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ডিআইজি মিজানকে দুদকে তলব

ডিআইজি মিজানকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ মে সকাল সাড়ে নয়টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে তাকে হাজির থাকতে হবে।

আরো খবর: তোকে ৬৪ টুকরা করব, মাথা থাকবে জিরো পয়েন্টে: ডিআইজি মিজান

দুদকের চিঠিটি বলা হয়, মিজানুরকে যথাসময়ে দুদক কার্যালয়ে হাজির হওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপি বরাবর অনুরোধ জানানো হয়েছে।

ডিআইজি মিজানুর ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু দ্বিতীয় বিয়ে গোপন করতে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ ওঠে মিজানুরের বিরুদ্ধে। সবশেষ তার বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে উঠে। এসব তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

আরো খবর: ডিআইজি মিজানের ‘স্বর্ণকমল’ বাড়ি

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত