ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ওদের কি ভাউচার দেব, রিকশাভাড়া কত দিয়েছিলাম

বিএনপিকে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ওদের কি ভাউচার দেব, রিকশাভাড়া কত দিয়েছিলাম

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পের ব্যয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন যা ধরা হয়েছিল তার চেয়ে ২০০ কোটি টাকা কমে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ের সামনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপনের রোড শোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানান।

এর পরিপ্রেক্ষিতে মোস্তাফা জব্বার বলেন, আমরা গোপনে কিছু করিনি, যত টাকার প্রকল্প নিয়েছি, সেখান থেকে ২০০ কোটি টাকা কমে এই প্রকল্প শেষ করেছি। আর কি হিসাব দেব? ওদের কী ভাওচার দেব আমরা- রিকশাভাড়া কত দিয়েছিলাম, কোন জায়গায় কত খরচ করেছি।

তিনি আরো বলেন, আমরা উৎক্ষেপণের জন্য চুক্তি করেছি, প্রশিক্ষণ দিয়েছে, পরিচালনা- সব কিছু স্পষ্টভাবে, স্বচ্ছতার সাথে করেছি। যদি কেউ জানতে চায়, তথ্য চায় আমরা অবারিত তথ্য দিচ্ছি।

গত ১২ তারিখে মধ্যরাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত