ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি; ৫০টি পরিবারকে উচ্ছেদ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৪:০৮

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি; ৫০টি পরিবারকে উচ্ছেদ

চট্টগ্রাম নগরীরর বায়েজিদ থানাধীন আকবর শাহ এলাকায় অবস্থিত পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে করেছে জেলা প্রশাসন। এসময় ৫০টি পরিবারকে উচ্ছেদ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্ব অভিযান শুরু হয়।

জেলা প্রশাসন জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নির্দেশনায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বেলা ১টা পর্যন্ত। এসময় পাহাড়ে তৈরি করা ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি ঘর ভেঙে দেয়া হয়। এর আগে বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ লাইন কেটে দেয়া হয়।

এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবায়ের আহমেদ বলেন, আকবর শাহর রেলওয়ে কলোনি এলাকায় ৮-১০টি পাহাড়ে এক থেকে দেড়শ ঝুঁকিপূর্ণ ঘর আছে। আমরা সবগুলো ঘর আজকের অভিযানে উচ্ছেদ করেছি। এসময় ৫০টি পরিবারকে উচ্ছেদ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত