ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০১৮, ০১:২৮

যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সে ব্যবস্থা নিচ্ছি।'

রবিবার (২০ মে) গণভবনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে প্রধানমন্ত্রী এসব বলেন।

এ সময় তিনি বলেন, 'আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।'

প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে।... মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়...। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান।'

শেখ হাসিনা বলেন, 'আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সে ব্যবস্থা নিচ্ছি।'

ছেলে-মেয়েরা যেন বিপথে না যায় সেদিকে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেনো বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?'

প্রধানমন্ত্রী তালুকদার খালেকের জয়ের প্রসঙ্গ টেনে বলেন, 'আগের নির্বাচনে (২০১৩ সালে) তালুকদার খালেক ৬০ হাজার ভোটে পরাজিত হন। এবার তা কাভার করে আরও বেশি ভোটে জিতেছেন। এই ভোটটা পেয়েছি, আমরা যে উন্নয়ন করেছি সেজন্যই। খুলনাবাসী উপলব্ধি করতে পেরেছে আওয়ামী লীগ এলে উন্নতি হয়।'

সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটির নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে তিনি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন গণভবনে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত