ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাজধানীর দুই বস্তিতে ‘রাশ ড্রাইভ’ অভিযানে আটক ৫২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০১৮, ০৮:৫৭  
আপডেট :
 ২৭ মে ২০১৮, ০৯:০৬

রাজধানীর দুই বস্তিতে ‘রাশ ড্রাইভ’ অভিযানে আটক ৫২

রাজধানীর দুই বস্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে মহাখালীর কড়াইল বস্তি থেকে ৩০ জন ও টিটিপাড়া বস্তি থেকে ২২ জনকে আটক করা হয়। এসময় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা, এক মণ গাঁজা এবং বিপুল পরিমাণ দেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়।

শনিবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় একই সঙ্গে দুই বস্তিতে ‘রাশ ড্রাইভ’ শিরোনামে অভিযান শুরু করে ডিএমপি।

অভিযান শেষে এক ব্রিফিংয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদেরকে ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে।

তিনি আরো বলেন, জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।

উল্লেখ্য, দুই বস্তিতে চালানো অভিযানে মোট ২ হাজার পুলিশ সদস্য অংশ নেয়। পাশাপাশি ডিবি পুলিশ, ডগ স্কোয়াড, রাইয়োট কার, সোয়াট সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত