ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

‘ভাইরে কি করব? একরাম তো একটি টাকাও দিয়ে যাননি’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৭:০৬

‘ভাইরে কি করব? একরাম তো একটি টাকাও দিয়ে যাননি’

মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। স্বামীকে হারিয়ে তিন দিন ধরে আয়েশা বেগম তার দুই মেয়ে তাহিয়া ও নাহিয়ানকে নিয়ে চট্টগ্রামে মায়ের ভাড়া বাসায় থাকছেন। পরিবারটি এখনো শোকে মূহ্যমান। এদিকে বাবার জন্য কাঁদতে কাঁদতে অষ্টম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই মেয়ে এখনো শয্যাশায়ী।

কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন আয়েশা বেগম। তিনি বলেন, ‘ভাই রে কী করব? কমিশনার তো যাওয়ার সময় আমাকে একটি টাকাও দিয়ে যাননি। এখন আমি দুই মেয়েকে নিয়ে কোথায় দাঁড়াব? কী খাব, কিভাবে তাদের পড়ালেখা করাব?’

আরো খবর: যেভাবে মাসে দুইবার বেতন তোলেন প্রধান শিক্ষক!

এদিকে একরামুল হক নিহত হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একরাম কে? এ প্রশ্নের জবাব চাই। তিনি আমাদের যুবলীগের সভাপতি। আমাদের লোক আমরা মেরে ফেলব?’

তিনি জানান, তদন্তে একরাম নির্দোষ প্রমাণিত হলে তাকে যারা দোষী সাব্যস্ত করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।

চলমান মাদকবিরোধী অভিযানে গত ২৬ মে রাতে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হক নিহত হয়েছেন বলে র‌্যাবের ভাষ্য। একরাম নিহতের পর এলাকাবাসী বলছেন, তিনি ইয়াবা ব্যবসায়ী ছিলেন না।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত