ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয়বার এমপি হলেন খালেকের স্ত্রী

দ্বিতীয়বার এমপি হলেন খালেকের স্ত্রী

বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সোমবার বিকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার তাকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিজয়ী ঘোষণার পর হাবিবুন নাহার বলেন, আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এমপি নির্বাচিত হয়েছি। আমি বিগত দিনেও এই আসনের এমপি ছিলাম। এবার এই আসনের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব।

রামপাল-মংলা এ আসনের আওয়ামী লীগের এমপি তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে শূন্য হয় আসনটি। পরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক মো. শাকিল আহসান ওরফে শাকিল খান মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা না দেয়ায় হাবিবুন নাহারই ছিলেন একমাত্র প্রার্থী।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত