ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

এক বছরের মাথায় রাঙ্গামাটিতে আবারও ভূমিধস

এক বছরের মাথায় রাঙ্গামাটিতে আবারও ভূমিধস
গতবছর এই দিনে রাঙ্গামাটিতে ভূমিধসে মারা গিয়েছিল শতাধিক মানুষ

বাংলাদেশে পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ে ভূমিধসে ১১ জন নিহত হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো ভূমিধস হয়েছে সোমবার রাত থেকে।

২০১৭ সালের এই দিনে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ভূমিধসে দেড়শ’র বেশি মানুষ নিহত হয়েছিল।

জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা, এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আরো ভূমিধসের আশঙ্কা করছি।’

তিনি আরো জানিয়েছেন, ভূমিধসের পর এ পর্যন্ত ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

নানিয়ার চরের বড়ফুলপাড়া, ধর্মচরণপাড়া এবং হাতিমারা এলাকায় এই ধসের পাশাপাশি রাঙামাটি সদরেও তিনটি বাড়ি মাটি চাপা পড়েছে। তবে তারা আগেই সরে যাওয়ায় সেখানে কেউ হতাহত হয়নি। ধসের পর রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে গতবছর তিন দিনের প্রবল বর্ষণের ফলে ১২ জুন মধ্যরাত এবং ১৩ জুন ভোরে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে ধসে ১৫৬ জন মানুষ প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল কয়েক শত মানুষ।

সূত্র: বিবিসি বাংলা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত