ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চট্টগ্রামে দুই পাহাড় থেকে সরানো হল ১০০ পরিবারকে

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ২০:৫৯

চট্টগ্রামে দুই পাহাড় থেকে সরানো হল ১০০ পরিবারকে

চট্টগ্রামের এ কে খান পাহাড় ও বাটালি হিল থেকে প্রায় একশ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ বসতিগুলো উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৩ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার রমিজ আলম জানান, অভিযানে এ কে খান পাহাড় এবং বাটালি হিলের পিডব্লিউ কলোনি থেকে একশ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে নির্মিত ৪৫টি টিনের কাঁচা ঘর উচ্ছেদ করা হয়েছে।

এর আগে ১০ জুন থেকে নগরীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে মাইকিং শুরু করে জেলা প্রশাসন। ১১ জুন নগরীর সাতটি পাহাড়ে অভিযান চালিয়ে ৪৯০টি পরিবারকে সরিয়ে নেওয়ার পাশাপাশি শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত