ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডিসি সম্মেলন ২৪-২৬ জুলাই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০১৮, ০৯:১৮

ডিসি সম্মেলন ২৪-২৬ জুলাই

আগামী ২৪-২৬ জুলাই সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ২৪ জুলাই সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।

ডিসিরা সব মন্ত্রণালয়ের সকল বিভাগের সিনিয়র সচিব, সচিব, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সাথে আলাদা আলাদা বিভিন্ন কার্য অধিবেশনে আলোচনায় অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

সেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আনা, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও দর্শনের বাস্তবায়ন ও পর্যালোচনা, জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হবে। জেলা প্রশাসকরাও তাদের বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব সরকারের কাছে তুলে ধরবেন।

ডিসি সম্মেলনের মূল অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে। এছাড়াও বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সেখানেও রাষ্ট্রপতি ডিসিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত