ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

‘কেন্দ্রের সিদ্ধান্ত মানতে হবে, অন্যথায় ব্যবস্থা’

‘কেন্দ্রের সিদ্ধান্ত মানতে হবে, অন্যথায় ব্যবস্থা’

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হতে গিয়ে যেন দলের বদনাম না হয়। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সকলকে মেনে চলতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাব ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় না। সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। তারা হলেন- রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদর উদ্দিন আহমদ কামরান ও বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএ মতিনকে মনোনয়ন দেয়া হয়।

আগামী ৩০ জুলাই এই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত