ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ০৯:০৯  
আপডেট :
 ১৭ জুলাই ২০১৮, ০৯:১৪

অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
রাজিব আহম্মেদ

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজিব আহম্মেদকে অস্ত্র গোলাবারুদ ও ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধায় সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার চাতাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজিব আহম্মেদ একজন অস্ত্র মেরামতকারী কারিগর এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলেন।

সোমবার সন্ধায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে রাজিব আহম্মেদকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৬০ পিচ ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ এয়ারগান ও ৫ শতাধিক ইয়ারগানের গুলি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি তুষার ইয়াসির আরাফার। তিনি বলেন, রাজিব আহম্মেদ জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেও আমি তাকে ভালোভাবে চিনি না।

তুষার আরও বলেন, রাজিব জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের সঙ্গে রাজনীতি করেন। শুনেছি তিনি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।

এ ঘটনায় তাকে বহিস্কার করা হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি তুষার।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত