ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

হরিণাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ০২:১৬  
আপডেট :
 ১৮ জুলাই ২০১৮, ০২:২১

হরিণাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ বাংলাদেশ জার্নালকে এ খবর নিশ্চিত করেছেন ।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, একদল ডাকাত সদস্য ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, র‌্যাবের কাছে এমন খবর আসে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে ডাকাত আমিরুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ডাবল ব্যারেল ওয়ান সুটার গানসহ দুই রাউন্ড গুলি ও একটি হাসুয়া পাওয়া গিয়েছে। নিহত ব্যক্তি হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আমিরুল ইসলাম পচা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজি সহ ১৩টির অধিক মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান গোলাম মোর্শেদ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত