ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সিভিল সার্জন অফিসে দুদকের অভিযানে মিললো ঘুষের প্রমাণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ২১:০৮

সিভিল সার্জন অফিসে দুদকের অভিযানে মিললো ঘুষের প্রমাণ

‘ঘুষ ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না’-এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ঢাকার সিভিল সার্জন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এসময় অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

অভিযোগ রয়েছেন, ঢাকার সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য সনদ নিতে জনপ্রতি ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

দুদকের হটলাইনে নম্বরে (১০৬) এমন অভিযোগ আসার পর রাজধানীর আজিমপুরে ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটির সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

আকস্মিক এ অভিযানে সিভিল সার্জন অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। এসময় তারা ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পান।

অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ এ দুর্নীতি চলছে। গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদক দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত