ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

উচ্চ ভলিউমে গান ছেড়ে ছাত্রীকে ধর্ষণ

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ১৬:৩৯

উচ্চ ভলিউমে গান ছেড়ে ছাত্রীকে ধর্ষণ

উচ্চস্বরে গান ছেড়ে ফ্ল্যাটে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক অলি উল্লাহ পাবেলসহ (২৪) চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিমের বাবা। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত পাবেলের বড় ভাই হাবিবুল্লাহ রুবেল (২৮) ও ডলি (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের সময় উচ্চস্বরে গান ছেড়ে দেয়া হয়, যাতে মেয়েটির চিৎকার বাইরে থেকে শোনা না যায়। ওই ছাত্রী হাটহাজারী উপজেলা সদরের একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, হাটহাজারী বাস স্টেশনে একটি জুতার দোকান রয়েছে অলি উল্লাহ পাবেল ও তার বড় ভাই হাবিবুল্লাহ রুবেলের। ওই দোকান থেকে একাধিকবার জুতা কেনার সুবাদে পাবেল ও রুবেলের সঙ্গে ওই ছাত্রীর মা’র পরিচিত হয়।

এরই সুযোগে গত ২৪ জুন সকালে হেঁটে স্কুলে যাওয়ার পথে বাস স্টেশনের সামনে থেকে পাবেল ছাত্রীটিকে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে কৌশলে তার রিকশায় তুলে নেয়। পরে ছাত্রীটিকে স্কুলে না নিয়ে ফুসলিয়ে পৌর এলাকার একটি বাসায় নিয়ে যান পাবেল।

এরপর ওই ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে নিয়ে দুই নারীর সহযোগিতায় তাকে একাধিকবার ধর্ষণ করেন পাবেল। এ সময় ছাত্রীটি চিৎকার করলে বাসায় থাকা দুই নারী উচ্চ ভলিউমে গান ছেড়ে দেন। পরে ট্যাক্সিতে করে ছাত্রীটিকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে পৌঁছে মেয়েটি তার মা ও বড় বোনকে বিষয়টি জানায়।

বৃহস্পতিবার পাবেল, রুবেল ও ধর্ষণে সহযোগিতাকারী অজ্ঞাতনামা দুই নারীর বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মূল আসামি পাবেল ও আরেক নারী সহযোগীকে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত