ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সরকারি চাকরিজীবীদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শঙ্কা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১০:৪৮

সরকারি চাকরিজীবীদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শঙ্কা

নতুন প্রযুক্তি আইবিএএস পদ্ধতিতে সরকারি চাকরিজীবীদের জুলাই মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস নির্ধারিত সময়ে প্রদান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়। কারণ নতুন এ পদ্ধতি অনুসরণ করতে গিয়ে জুন মাসের বেতন ও ঈদ বোনাস প্রদানে বিলম্ব হয়েছে। বিশেষত জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিয়েছে।

সম্প্রতি এ আশঙ্কার কথা তুলে ধরে ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলা ও উপজেলার হিসাব রক্ষক কার্যালয় বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) এবং অর্থ সচিবকে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ঈদের বোনাস ও জুলাই মাসের বেতন-ভাতা প্রদানে এ জটিলতা দেখা দিলে চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেবে। পাশাপাশি যেকোনো মুহূর্তে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি দেখা দিতে পারে।

চিঠিতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে আইবিএএস নিরিখে নতুন পদ্ধতিতে সরকারি চাকরিজীবীদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ দেয়া হয়। এতে বেতন-বোনাসের আর্থিক কোডও পরিবর্তন করা হয়। নতুন এ পদ্ধতিতে জুন মাসের বেতন-ভাতা ও রোজার ঈদের বোনাস দিতে গিয়ে বড় ধরনের জটিলতা দেখা দেয়। গত ৯ জুলাই পর্যন্ত গেজেটেড ও নন গেজেটেড ২ লাখ ৩৮ হাজার ৫৬৫টি পে-বিল এর পরিবর্তে ১ লাখ ৭১ হাজার ২৩৮টি পরিশোধ সম্ভব হয়। অর্থাৎ পে-বিলের ২৫ থেকে ৩০ শতাংশ পরিশোধ সম্ভব হয়নি। এতে হিসাব রক্ষক কার্যালয়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলা ও উপজেলার হিসাব রক্ষক কার্যালয় বড় ধরনের সমস্যায় পড়ে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত