ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৭০ ঘর পুরে ছাই

  বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৮:৫৫

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৭০ ঘর পুরে ছাই

বান্দরবানে সদর উপজেলার মধ্যমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এবং ১৭০টি ঘর পুরে ছাই হয়ে গেছে। এছাড়াও এ অগ্নিকান্ডে সেনাবাহিনীর ২ সদস্যসহ কমপক্ষে ৭জন আহত হয়েছে।শনিবার দুপুর ১২টার দিকে একটি ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং তা অতিদ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় সেনা হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপেক্ষ ১১৫টি পরিবার, যাদের বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু তারা বাসস্থান হারিয়েছেন।আগুন নেভাতে গিয়ে সেনাবাহিনীর দুজন সদস্যসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বান্দরবান সদর জোন সেনাবাহিনীর কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আমিন।

বাংলাদেশ জার্নাল/ এআর

  • সর্বশেষ
  • পঠিত