ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ঈদুল আজহা ২২ অাগস্ট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ২০:০০  
আপডেট :
 ১২ আগস্ট ২০১৮, ২০:২০

ঈদুল আজহা ২২ অাগস্ট

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ অগাস্ট ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) ঈদুল আজহার তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়।

ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান। এ সময় মন্ত্রী বলেন, 'রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ আগস্ট।'

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন পশু কোরবানি দেয় মুসলিম সম্প্রদায়।

এবার ২২ আগস্ট কোরবানির ঈদের প্রথম দিন হিসেব করে ২১, ২২ ও ২৩ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএস/এসএস

  • সর্বশেষ
  • পঠিত