ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শ্যামনগরে মৎস্য ঘেরে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৫:২৪  
আপডেট :
 ১৩ আগস্ট ২০১৮, ১৫:৩৯

শ্যামনগরে মৎস্য ঘেরে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করেছে।

নিহত ঘের ব্যাবসায়ীর নাম ছাত্তার জোয়াদ্দার (৬০)। তিনি শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের মৃত আব্দুল আবদুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে। আটককৃতরা হলেন, একই গ্রামের নজরুল গাজী ও মুজিবুল্লা জোয়াদ্দার।

শ্যামনগর থানার (ওসি) তদন্ত জিয়াউর রহামান জানান, নিহত ছাত্তার জোয়াদ্দার তার নিজ মালিকানাধীন বাড়ির পাশে একটি একটি মৎস্য ঘেরে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিলেন। এরপর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

বাংলাদেশ জার্নাল/কেএস

  • সর্বশেষ
  • পঠিত