ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

‘জয় বাংলা’ বাঙালি জাতির জাতীয় স্লোগান: ভূমিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩১

‘জয় বাংলা’ বাঙালি জাতির জাতীয় স্লোগান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, কোন লাজ লজ্জা রেখে জয় বাংলা স্লোগান চলে না। জয় বাংলা স্লোগান হউক সকলের। ‘জয় বাংলা’ বাঙালি জাতির জাতীয় স্লোগান। একে জাতীয় স্লোগান হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, জয় বাংলা বাঙালি স্বত্তাকে জাগিয়ে তোলে। ৭১ এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা স্মরণে রেখে জয় বাংলা স্লোগানকে সার্বজনীন করার কোন বিকল্প নাই।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি অর্জনে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু জাতীয়তাবাদের চেতনা, জাগরণ সারা বাঙালির মাঝে ছড়িয়ে দিয়েছিলেন।

শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ ‘বাঙালি জাতীয়তাবাদ’ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ, জয়বাংলা স্লোগান, বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাকে মনে প্রাণে বিশ্বাস ও লালন করতে হবে। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান মন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সচিব আব্দুল জলিল এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান, উপসচিব গোলাম মাওলা।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত