ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কলেজ ছাত্র হত্যা: ৩ জনের ফাঁসি

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৪:৫০  
আপডেট :
 ১৯ আগস্ট ২০১৮, ১৬:২৫

কলেজ ছাত্র হত্যা: ৩ জনের ফাঁসি

ঝিনাইদহে কলেজ ছাত্রকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম সাত বছর আগে সংগঠিত এই হত্যার রায় ঘোষণা করেন। আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

এ মামলায় দণ্ডিতরা হলেন- জেলার সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন, আব্দুল মমিন বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও শিকারপুর গ্রামের আব্দুল মতলেব মুন্সীর ছেলে মনিরুল ইসলাম মুকুল।

আসামিদের মধ্যে নাসিম বিশ্বাস পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্যদিকে অপরাধ প্রমাণ না হওয়ায় জাকির হোসেন নামে একজনকে এ মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ২১ অক্টোবর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র ইমরান। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত