ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বজ্রপাতে তিন কৃষকসহ নিহত ৪

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ২২:৫১

বজ্রপাতে তিন কৃষকসহ নিহত ৪

বাগেরহাটের শরণখোলায়, সাতক্ষীরার শ্যামনগরে ও গোপালগঞ্জের মুকসুদপুরে রোববারসকালে ও দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বাগেরহাটে নিহতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর উল্টারপাড় গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো. কালাম গাজী (৫৫) ও ধানসাগর ইউনিয়নের খেঁজুবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এই দুই কৃষক নিহত হন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় উত্তর রাজাপুর গ্রামের আশরাফ খানের ছেলে মো. কবির খান (৩২) আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট দুই ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন খান ও মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, বেলা ১২টায় নিহত দুই কৃষক তাদের নিজেদের ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরার শ্যামনগরে নিহত ব্যক্তি হলেন- সুভাষী মুন্ডা (৩০)। তিনি ভেটখালী গ্রামের বাসিন্দা। এসময় প্রসেনজিৎ নামে আরো একজন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করছিল সুভাষী ও প্রসেনজিৎ মুন্ডা। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুন্ডার মৃত্যু হয়। আহত প্রসেনজিৎকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ৭টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে বজ্রপাতে প্রশান্ত বাড়ৈ নামে (৩৫) এক কৃষক নিহত হয়েছেন। উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, সকালে বৃষ্টির সময় ঘরের বাইরে কজ করছিলো প্রশাস্ত। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম জানান, একই সময় কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে বজ্রপাতে কৃষক হীরামন বিশ্বাসের ২টি গরু মারা যায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত