ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

এক কেজি কাঁচা মরিচ ৪০০!

  ​লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ২১:৩৭

এক কেজি কাঁচা মরিচ ৪০০!

লক্ষ্মীপুরের এক কেজি কাঁচা মরিচ কিনতে ৪০০ টাকা গুনতে হচ্ছে। ঈদের আগের দিন ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও একদিনের ব্যবধানে দাম বেড়েছে কয়েকগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে বিভিন্ন বাজারে এ অবস্থা দেখা যায়।

এদিকে অস্বাভাবিক মূল্যে মরিচের ঝাল ছড়িয়ে পড়ায় ক্রেতারা হতাশা পোষণ করেছেন। ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদে পরিবহন সংকটে সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শহরের গোডাউন রোডের সবজির দোকানদার রিয়াজ বলছেন, বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরে মরিচের চাষ হয় না; যশোর থেকে সরবরাহ করতে হয়। আর ঈদের সময় পরিবহন সংকটের কারণে পর্যাপ্ত কাঁচা মরিচ আসেনি। যে কারণে ১২০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৪০০ টাকা।

আর ঈদের আগের দিন প্রতি কেজি মরিচের দাম ১২০ টাকা থেকে একদিনের ব্যবধানে ৪০০ টাকা হওয়ায় বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি হিসেবেই দেখছেন ক্রেতারা। একই সঙ্গে কাঁচা মরিচের এই ঝাল আর কতোদিন থাকবে সে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পঠিত