ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ধূমপান করায় মারধর, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৭

ধূমপান করায় মারধর, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
ফাইল ছবি

ধূমপান করতে নিষেধ ও মারধর করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। বুধবার রাত ১০টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ১০ বছর বয়সী সাকিব ভৈরবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ভৈরবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সাকিব সিগারেট খাওয়ার সময় তার চাচী দেখে ফেলে। বিষয়টি তার বাবা সিরাজুলকে জানালে তিনি সাকিবকে ধুমপান করতে নিষেধ ও বকাঝকা করেন। এ সময় তাকে মারধরও করেন সিরাজুল।

এতেই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। রাত হয়ে গেলেও সাকিব বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে তার চাচার পরিত্যাক্ত ঘরে সাকিবের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মজিদ জানান, সাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত