ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সময়মতো সুষ্ঠুভাবে নির্বাচন হবে: গওহর রিজভী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৮

সময়মতো সুষ্ঠুভাবে নির্বাচন হবে: গওহর রিজভী

আগামী জাতীয় নির্বাচন কোনো বাধা ছাড়াই সময়মতো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কোনো বাধা ছাড়াই সময়মতো ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে গওহর রিজভী বলেন, ‘নির্বাচন যথা সময়ে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নির্বাচনে অংশ নিতে যে কোনো রাজনৈতিক দলের কোনো বাধা থাকবে না। রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সমাজ রয়েছে। আমরা স্থিতিশীল সমাজ নিয়ে এগিয়ে যাব। এখানে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘নির্বাচনের ফলাফল অনিশ্চিত হলেও ব্যবসায়িক নীতিমালা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত।’

অনুষ্ঠানে ড. গওহর রিজভী অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ব্যবসায়ী নেতারা, অন্যান্য সংগঠন ও দ্বিপক্ষীয় চেম্বারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসেক

  • সর্বশেষ
  • পঠিত