ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরে যমুনার পানি ধীর গতিতে বাড়ছে। গত ২৪ ঘন্টায় যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার যমুনাপাড়ের ইসলামপুর উপজেলার নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ৩দিনের বন্যায় জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

গত ৩ দিনে বন্যার পানিতে ডুবে ইসলাপুরে সোমাইয়া (৩), দেওয়ানগঞ্জে শাহীন (৫) ও রবিউল (৪) নামে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করছে।

কৃষি বিভাগ জানিয়েছেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নিম্নাঞ্চলের ১৩ হাজার হেক্টর জমির রোপা আমন ধান, সবজি ও মাস কলাই পানিতে তলিয়ে গেছে।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিক টন চাল ও ৬৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত