ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আলোচনা সভা

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৫  
আপডেট :
 ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭

বেনাপোলে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আলোচনা সভা

তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র আবেদনের জন্য যশোরের বেনাপোলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেনাপোল পৌর অডিটরিয়ামে যশোর জেলা কো-অর্ডিনেটর সি আর আই’র (ইয়াং বাংলা) জহির ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।

বেনাপোল স্কুল কলেজের ছেলে মেয়েদের উপস্থিতিতে আলোচকরা বলেন, চলতি বছরের ২১ ও ২২ অক্টোবর তরুনদের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার সর্ববৃহৎ ইয়ুথ অ্যাওয়ার্ড। ইয়ুথ বাংলা তৃতীয় বারের মত জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের লক্ষে আবারো আবেদনপত্র আহবান করেছে। তরুনদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু বলেন, ১০ টি বিভাগে বিশেষ আবেদনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে দক্ষতায় উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনা সৃষ্ট লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরো বেশ কিছু বিভাগ রয়েছে। পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে। এবছর আয়োজনে অংশ নিতে অনলাইনে ফরম ছাড়া হয়েছে গত ২১ আগষ্ট। অন্যান্যবারের মত এবারো ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ সেপ্টেম্বরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনারা বেগম, নবদিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, বেনাপোল পৌর কমিশনার মিজানুর রহমান, সুজনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শার্শার নতুন উদ্ভাবক মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বেনাপোলের বাসিন্দা সংগঠনের সভাপতি মহসিন হোসেন হৃদয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত