ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে তাজিয়া মিছিল

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪

রাজবাড়ীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জেলা শহরে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শোক র‌্যালী (তাজিয়া মিছিল) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া’র উদ্যোগে জেলা শহরের (বড় মসজিদ) থেকে শহরে একটি শোক র‌্যালী (তাজিয়া মিছিল) বের করা হয়। এ সময় র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ী শাখার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ হোসাইন অনুসারী। এতো মানুষের চাপে শহরের বড়পুল এলাকা থেকে বাজারের ফোরলেনের রাস্তাটিতে কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

এছাড়া জেলার বিভিন্নস্থানে হোসাইন অনুসারীরা বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করেছে।

কারবালার শোকাবহ এ দিনটিকে মুসলিম বিশ্ব ত্যাগ ও শোকের প্রতীক এবং বিশেষ পবিত্র দিন হিসেবে পালন করে আসছে। র‌্যালিতে জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত