ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ঢাকার আকাশে বজ্র মেঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:৪৪  
আপডেট :
 ০৪ অক্টোবর ২০১৮, ১৮:৩১

ঢাকার আকাশে বজ্র মেঘ
ধোঁয়াশা

ঢাকার আকাশে আজ হঠাৎ করে দেখা দিয়েছে ধোঁয়াশা। এই প্রকৃতিকে কেউ কেউ কুয়াশা আবার কেউ মেঘ বলে রায় দিচ্ছে। আকাশে রোদ উঠলেও বিকেল পর্যন্ত কাটেনি সেই ধোঁয়াশা ভাব।

এই অবস্থার মধ্যে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও আগের দিনের তুলনায় ঢাকায় অন্তত এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বলেন, বর্ষাকাল শেষ। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের মাঝামাঝি সময়ে বিদায় নেবে। আকাশে যে ধোঁয়াশা এলে এগুলো কুয়াশা নয়, বজ্র মেঘ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনেকটা নিচে নেমে এসেছে সেই মেঘ। এই মেঘ থেকে বজ্রপাতও হতে পারে। তবে বৃষ্টি হলে মেঘ কেটে যাবে।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া বলেন, আবহাওয়ার যে অবস্থা তা একদিন-দু’দিন থাকবে। আর বৃষ্টি হলেও বিচ্ছিন্নভাবে হবে। বেশি স্থায়ী হবে না। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।

  • সর্বশেষ
  • পঠিত